রমজান ক্যালেন্ডার 2018 | রোযার সময়সূচী নিয়ে সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ
রমজান মাস আসলেই প্রযুক্তি প্রেমিরা রমজানের সময়সূচীসহ অ্যাপ খুঁজতে থাকে সাধারণত। Google Play Store এ অলরেডি রমজান ক্যালেন্ডার নিয়ে প্রচুর অ্যাপ রয়েছে। সবগুলোই যে ভাল তা কিন্তু না। কিছু কিছু রমজান ক্যালেন্ডার অ্যাপ একদমই বাজে। তো আমি এই আর্টিকেলটি লিখার পূর্বে অন্তত ২০টি এমন অ্যাপ ট্রাই করে দেখেছি। তো তার মধ্য থেকে যেটি আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে সেটিই শেয়ার করছি আপনাদের সাথে।
এই অ্যাপটির নাম হল: রমজান ক্যালেন্ডার ২০১৮ – App Of Ramadan. এই অ্যাপটি মাত্র ৫ মেগাবাইট সাইজের। অন্যান্য অখাদ্য অ্যাপগুলো লাখ লাখ বার ইন্সটল করা হলেও এই অ্যাপটি প্লে স্টোর থেকে মাত্র ১০ হাজার বারের মত ডাউনলোড করা হয়েছে। অ্যানড্রয়েড ভার্সন ৪.৪ এবং এর ওপরের সকল ভার্সনে সাপোর্ট করবে এই অ্যাপটি। সর্বশেষ ২ দিন আগেই এই অ্যাপটির নতুন আপডেট এসেছে। অ্যাপটির রেটিং ৪.৮ এবং রিভিউ দিয়েছেন ৬’শ+ ব্যক্তি। গত রমজানে প্রথম আলো পত্রিকাতে এই অ্যাপটিকে ফিচার করা হয়েছিল।
এই অ্যাপটিতে যেসব ফিচার রয়েছে
আপনার জেলা অনুযায়ী সারা বছরের সেহরির শেষ সময় ও ইফতার এর সময়সূচী জানা যাবে।
সারা বছরের নামাজের শুরুর ওয়াক্ত ও শেষ ওয়াক্ত জানা যাবে।
ইন্টারনেট বা কোন খরচ ছাড়াই সারা বছর প্রতিদিন একটি করে হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে।
এই মুহুর্ত থেকে পরবর্তী সেহরি বা ইফতারের সময়ের countdown timer দেখানো হয়েছে।
বিশ্ব নন্দিত ২০ জনেরও অধিক ক্বারীর কন্ঠে শোনা যাবে কুরআন মাজীদের সম্পূর্ণ তিলাওয়াত (audio Quran)।
সেটিংস থেকে নোটিফিকেশনের সময়, জেলার নাম ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে।
যে কোন জেলার সময়সূচী জানা যাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী।
বাড়তি হিসেবে রয়েছে তসবীহ, কুরআন ও হাদীসের কিছু নির্বাচিত অংশ, রোজা, যাকাত, ফিতরা সম্পর্কিত মাসয়ালা ও আর্টিকেল।
আরো রয়েছে রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত লেখা।