- Home
- বিভিন্ন প্রশ্নের উত্তর
বিভিন্ন প্রশ্নের উত্তর
যেকোনো কোর্সের জন্য আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন। এজন্য ওয়েবসাইটের প্রথম পাতা থেকে একটি কোর্স বেছে নিন। এরপর সাইন আপ অংশের নির্ধারিত ঘরে আপনার ইমেইল অ্যাড্রেস দিন ও নিজের একটি পাসওয়ার্ড তৈরি করুন।
আমাদের সকল ক্লাসগুলো প্রি-রেকর্ডেড । আমাদের উদ্দেশ্য স্টুডেন্টদের হাই কোয়ালিটি লেসন প্রভাইড করা, এবং স্টুডেন্ট দের বোরিং ভাব থেকে দূরে রাখতে ছোট্ট ছোট্ট লেসন এর মাধ্যমে তাদেরকে একটি স্কিল অর্জন করতে সাহায্য করা । আমরা চাইলেই লাইভ ক্লাস নিতে পারতাম, কিন্তু লাইভ ক্লাসের অনেকগুলু বাজে দিক রয়েছে, যেমন – ক্লাসের রানটাইম অনেক বেশি হওয়া, ক্লাসের কোয়ালিটি বাজে হওয়া, স্টুডেন্ট দের এটেন্ডেন্স থিকমত না হওয়া, একই ক্লাস পুনরায় রিপিট করতে না পারা এবং আরো অনেক অনেক কিছু । কিন্তু রেকর্ডেড ক্লাসে আমরা চাইলেই কোয়ালিটি বজায় রেখে শর্ট শর্ট লেসন এর মাধ্যমেই একজন স্টুডেন্ট কে তার স্কিল্টি সহজেই শিখিয়ে ফেলতে পারবো ।
আপনি একটি কোর্স ইনরোল করার পর সেটির এক্সেস আজীবন থাকবে । এবং আরো মজার বেপার হল কোর্স এ যত আপডেট আসবে সকল আপডেট আপনি ফ্রিতেই পেয়ে জাবেন ।
এই প্রশ্নের উত্তর পুরটাই নির্ভর করবভে আপনার ডেডিকেশন এর উপর । তবে একটি জিনিস সবসময় মনে রাখবেন , কোনো স্কিল এ ১-২ সপ্তাহ ভিডিও দেখলেই শিখে ফেলা জায়না, একটি কোর্স ভালো ভাবে আয়ত্ত করতে হলে আপনাকে প্রতিটা লেসন শেষ হবার পর সেটিকে প্রেক্টিস করতে হবে এবং তারপর পরের লেসন এ জেতে হবে । এবং প্রেক্টিস যত ভালো হবে, ততই আপনি একটি স্কিল ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ।
কোর্স সম্পর্কিত যেকোনো সমস্যা আপনি ফেস করলে, সরাসরি আমাদের ( banglacoursesbd@gmail.com ) ইনবক্স করতে পারবেন এবং আমাদের ওফিসিয়াল গ্রুপেউ পোস্ট করতে পারবেন। আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম সর্বদা নিয়জিত আছে আপনাকে সাহাজ্য করবার জন্য ।
প্রতিটি কোর্স শেষে ডাউনলোড লিংক দেয়া আছে। আপনি খুব সহজেই গুগল ড্রাইভ হতে ডাউনলোড করে নিতে পারবেন।
আমাদের সকল অনলাইন কোর্স আপনি একবার ইনরোল করার পর, সেই কোর্স এর জন্য কোনো রিফান্ড দেয়া হবেনা। যেহেতু আমাদের সকল পণ্য ডিজিটাল এবং এটি একবার হাতে পাওয়ার পর আপনি সেটিকে ব্যবহার করতে পারবেন, তাই উক্ত প্রোডাক্ট এর জন্য কোনো রকম রিফান্ড বা রিটার্ন দেওয়া হবেনা।
আমাদের কোর্স টি তৈরি করা হয়েছে একদম বিগিনার বা যারা মাত্র শিখা শুরু করতে চায় তাদের জন্যই এবং আমরা একদম শুরু থেকে ভেঙে ভেঙে লেসনগুলোকে বানিয়ে থাকি এবং ধাপে ধাপে কোর্সগুলু করিয়ে থাকি যাতে করে যারা একদম নতুন তাদের বুঝতে সুবিধে হয়.
আপনার মুল উদ্দেশ্য যদি ইঙ্কাম করা হয় তাহলে আপনি সেটি কখনই পারবেন না। কিন্তু যদি আপনার উদ্দেশ্য স্কিল অর্জন করা হয়, তাহলে আপনি একটি স্কিল শিখা শেষ হবার পর এবং ভালমত আয়ত্ত করবার পর অবশ্যই কাজ পেয়ে জাবেন । মনে রাখবেন দক্ষ লোকের কদর সব জায়গায় সর্বদা ই রয়েছে ।